images

বিনোদন

শাকিবকে নিয়ে ফেসবুকে অপু-বুবলীর প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক

২৭ মে ২০২৫, ০৪:৫১ পিএম

সম্পত্তি বলতে সাধারণত জায়গা জমি, সোনাদানাসহ বিভিন্ন কিছু বোঝালেও অপু-বুবলীর একমাত্র সম্পদ যেন শাকিব খান! তাকে নিয়েই ঢালিউডের এই নায়িকার যত প্রতিযোগিতা। যার দর্শক নেটিজেন।

একজন শাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করতেই অন্যজনের ঘুম হারাম। পাল্টা জবাব না দেওয়া পর্যন্ত স্থির হন না। সম্প্রতি শাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে ফের দৃশ্যমান অপু-বুবলীর প্রতিযোগিতা।

kingkha

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে সন্তান বীরের সঙ্গে শাকিবের কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। ওই ছবিগুলোতে দেখা গেছে, ছেলে বীরকে পরম মমতায় জড়িয়ে আছেন পিতা শাকিব। আবার কোনোটায় সন্তানকে চুমু খাচ্ছেন। ক্যাপশনে বুবলী লিখেছেন, যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।

এদিকে প্রতিযোগী হিসেবে অপুও কম যান না। কিছুক্ষণ পর-ই নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় ছেলে জয়ের সঙ্গে ঘুমাচ্ছেন শাকিব। ক্যাপশনে অপু লিখেছেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে। 

500087692_1282449166584908_2043034395139736384_n

অপু-বুবলীর এই প্রতিযোগিতা রীতিমতো হাসির খোরাক যোগাচ্ছে নেটিজেনদের। কেউ লিখেছেন, কত কাহিনি। কারও ভাষায়, বুবলী পোষ্ট করতে না করতে এই মহিলাও (অপু বিশ্বাস) করে দিছে। একজন আবার বুবলীর পোস্টের স্ক্রিনশট অপুর পোস্টের মন্তব্যের ঘরে দিয়ে লিখেছেন, আপাতত ম্যাচ ড্র। পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করুন।