images

বিনোদন

এবার ঈদে দীপ্ত টিভিতে ‘পেয়ারার সুবাস’- ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক

২৬ মে ২০২৫, ০৪:৪৭ পিএম

ঈদুল আযহা উপলক্ষে দুই বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার শো। ঈদের প্রথম দিন দুপুর ১টায় প্রচার হবে নুরুল আলম আতিক এর পরিচালনায় বাংলা সিনেমা পেয়ারার সুবাস (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। পেয়ারার সুবাস ২০২৩ সালের একটি বাংলাদেশি নাট্য চলচ্চিত্র। প্রধান চরিত্রে আছেন জয়া আহসান, তারিক আনাম খান ও আহমেদ রুবেল। ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় দেখা যাবে রায়হান রাফীর পরিচালিত বাংলা সিনেমা সুড়ঙ্গ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

এছাড়া ঈদের প্রথম দিন সকাল ৯টায় প্রচার হবে বাংলা সিনেমা মায়ের হাতে বেহেস্তের চাবি। পরিচালনা করেছেন এফ আই মানিক। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। ২য় দিন সকাল ৯টায় বাংলা সিনেমা তুমি আমার মনের মানুষ। পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। 

980-samakal-61a8a040dbe22

তৃতীয় দিন সকাল ৯টায় বাংলা সিনেমা আশিকী। পরিচালনা করেছেন অশোক পতি। অভিনয় করেছেন অঙ্কুশ, নুসরাত ফারিয়া। দুপুর ১টায় বাংলা সিনেমা তুফান। পরিচালনা করেছেন রায়হান রাফী। অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা। 

চতুর্থ দিন সকাল ৯টায় বাংলা সিনেমা মিশন এক্সট্রিম। পরিচালনা করেছেন সানি সারোয়ার ও ফয়সাল আহমেদ। অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস। এদিন দুপুর ১টায় প্রচারিত হবে বাংলা সিনেমা বাদশা। বাবা যাদব পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস। 

peyarar-shubash-poster

পঞ্চম দিন সকাল ৯টায় বাংলা সিনেমা স্নেহ। পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। অভিনয় করেছেন সালমান শাহ্, মৌসুমী, শাবানা, আলমগীর এবং দুপুর ১টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ওমর। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। 

ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় বাংলা সিনেমা পোড়ামন ২ প্রচারিত হবে। পরিচালনা করেছেন রায়হান রাফী। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ এবং দুপুর ১টায় প্রচার হবে বাংলা সিনেমা রোমিও বনাম জুলিয়েট, পরিচালনায় অশোক পতি এবং অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। 

fb_img_1584491639077-945216188

সপ্তম দিন সকাল ৯টায় বাংলা সিনেমা দুই বধূ এক স্বামী। পরিচালনা করেছেন এফ আই মানিক। অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর এবং দুপুর ১টায় প্রচার হবে বাংলা সিনেমা শান। এম রাহিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরী।