images

বিনোদন

আমি সমকামী বিদ্বেষী নই: বাঁধন

বিনোদন ডেস্ক

২৬ মে ২০২৫, ০১:৫৩ পিএম

বছর দুই আগে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল আজমরী হক বাঁধন ও বলিউড অভিনেত্রী টাবু অভিনীত ‘খুফিয়া’। মুক্তির পর নেটফ্লিক্সে মৌমাছির মতো ভিড় করেন দর্শকরা। এ ওয়েব সিনেমায় টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বাঁধনকে। 

সমকামী চরিত্রে অভিনয় করায় বেশ সমালোচনায় পড়েছিলেন তিনি। সমালোচনার পর বেশ কয়েকবার বিষয়টি নিয়ে কথা বলেছেন। এবার এই সিনেমায় যুক্ত হওয়ার ফিরিস্তি তুলে ধরলেন বাঁধন। 

468832982_18434112511074166_1175575468447669202_n
 
সোমবার (২৬ মে) নিজের ফেসবুকে ‘আমার আর বিশাল ভারদ্বাজের মধ্যে কথোপকথন’ শিরোনামের একটি পোস্টে ‘খুফিয়া’ ছবিতে যুক্ত হওয়ার গল্প তুলে ধরেছেন বাঁধন।

চোখের সামনে সব আশা নষ্ট হয়ে যাচ্ছে: বাঁধন 

বিশাল ভারদ্বাজ অভিনেত্রীকে বলেন সবাই যখন এই সিনেমায় কাজ করতে রাজি হচ্ছেন না তখন আপনি এই ছবিটা করতে রাজি হলে কেন? পরিচালকের এ কথা শুনে একটু হেসেই বাঁধন বলেন, ‘স্যার, টাবুকে চুমু দেওয়ার সুযোগ কে হাতছাড়া করে? তবে সত্যি বলতে, আপনার সঙ্গে কাজ করার সুযোগ আমি মিস করতে চাইনি। আমি একজন অভিনয়শিল্পী। আমার মনে ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত না। চরিত্রটা আমার খুব ভালো লেগেছে।’

470129682_18436402600074166_2016638884616711168_n

এরপরই পরিচালক বাঁধনকে পাল্ট প্রশ্ন করেন। বিশাল ভারদ্বাজ বলেন, ‘তোমার দেশের অনেক অভিনেত্রী এই সিনেমায় যুক্ত হতে চাইনি। কেউ কেউ “জামাত” শব্দটা বাদ দিতে বলেছেন। এছাড়া কেউ চুমুর দৃশ্যে অভিনয় করতে রাজি হয়নি। তুমি কেন এই ঝুঁকি নিলে?

আমি একজন গর্বিত 'র' এজেন্ট ছিলাম: বাঁধন

পরিচালকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘স্যার, আমি সমকামী বিদ্বেষী নই। আমি বিশ্বাস করি, প্রত্যেকের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আর আমি আমার দেশকে ভালোবাসি। আমি চাই না জামায়াত বা কোনো উগ্রপন্থী দল কখনও ক্ষমতায় আসুক।’

অভিনেত্রীর স্পষ্ট উত্তর শুনে মুগ্ধ হন বিশাল। একটু হাসি দিয়েই তিনি বলেন, ‘খুফিয়া সিনেমার জন্য আমি সঠিক মানুষকেই নির্বাচন করে ছি। আমি খুব খুশি যে আমরা একসাথে কাজ করতে পারছি।’  

ইএইচ/