বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৫, ০১:৩৪ পিএম
ঢালিউড অভিনেত্রী মৌসুমীকে ডাকা হয় ‘প্রিয়দর্শিনী’। সৌন্দর্য, অভিনয় দিয়ে এক সময় পর্দা কাঁপাতেন। আজকাল অভিনয়ে অনিয়মিত হলেও সিনেমাপ্রেমীদের হৃদয়ে তার দাপট আগের মতোই। ফলে পর্দায় তার ফেরার অপেক্ষায় আছেন অনেকে। তবে কদিন আগে তার স্বামী ওমর সানী জানিয়েছিলেন অভিনয়ে আর ফিরবেন না মৌসুমী।
কিন্তু ওমর সানীর কথা ভুল প্রমাণ করলেন অভিনেত্রী। কেননা ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। হলো ‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন মৌসুমী।
নিউইয়র্কের লং আইল্যান্ডের ভার্জিনিয়ায় শুটিং টেলিছবিটির। পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর, অভিনয়ে তার সঙ্গে আছেন আকাশ রহমান। আর মাঝখানে নির্বিঘ্ন নীরবতা ভেঙে হাজির সেই প্রিয় মুখ— মৌসুমী।

শুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করে হাসান জাহাঙ্গীর লিখেছেন, ‘শুটিংয়ের সময় মৌসুমীর কাছে মনে হয়েছে, যেন তিনি কখনোই ক্যামেরা থেকে দূরে ছিলেন না!’
টেলিছবিটির প্রযোজক হিসেবে আছেন আকাশ রহমান।তিনি জানান, কাজটির সিডিউল মেলাতে প্রায় দেড় বছর সময় নিয়েছেন মৌসুমী। অবশেষে সেটি সম্পন্ন হলো।
টেলিছবিটি প্রচার হবে এটিভি (ইউএসএ)-এর ঈদ আয়োজনে। এর বাইরে একটি নাটকেও দেখা যাবে তাকে।

এদিকে মৌসুমী অভিনয়ে ফিরবেন না এরকম ইঙ্গিত দিয়ে এর আগে ওমর সানী বলেছিলেন, ‘ও বলেছে—সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! এই কথাটা খুব কষ্টের।’ এতে অনেকেই বলাবলি করছেন ওমর সানীকে ভুল প্রমাণিত করলেন মৌসুমী।