images

বিনোদন

দেশপ্রেম জন্মগত নয়, সময়ের সঙ্গে গড়ে ওঠে: বাঁধন

বিনোদন ডেস্ক

২৬ মে ২০২৫, ১১:১৩ এএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ভারতীয় গয়েন্দা সংস্থা ‘র’ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করেছেন! তবে এ দাবি যে সম্পূর্ণ মিথ্যা তা এক পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গতকাল একপোস্টে এজেন্ট হওয়ার গুঞ্জনের জাবাব দিয়েছিলেন। আজ দেশপ্রেম নিয়ে লম্ব পোস্টে লিখেছেন, দেশপ্রেম জন্মগত নয়, সময়ের সঙ্গে গড়ে ওঠে। 

আমি একজন গর্বিত 'র' এজেন্ট ছিলাম: বাঁধন

সোমবার (২৬ মে) ভোরের আলো ফুটতেই সামাজিক মাধ্যমে ‘আমার স্বীকারোক্তি’ শিরোনামে এক লম্বা পোস্ট অভিনেত্রীর। এরপরই লিখেছেন, আমি শুধুমাত্র বাংলাদেশের এজেন্ট। আমি আমার দেশকে সত্যি অনেক ভালোবাসি। 

470129682_18436402600074166_2016638884616711168_n

বাঁধন যোগ করেন, ‘এক প্রভাবশালী ব্যক্তি একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি কবে থেকে এত দেশপ্রেমিক হয়ে উঠলে?” কারণ আমি তখন প্রায়ই দেশের কথা বলছিলাম। সবসময় দেশের সমস্যা নিয়ে তাকে কথা বলতাম। আর তিনি বুঝতে পারছিলেন—এই বিষয়গুলো আমার মানসিক স্বাস্থ্যের উপর কতটা গভীর প্রভাব ফেলছে।’ 

চোখের সামনে সব আশা নষ্ট হয়ে যাচ্ছে: বাঁধন

দেশপ্রেম কীভাবে অর্জন করেছেন তা জানাতে গিয়ে অভিনেত্রীর বাবার প্রসঙ্গ তুল ধরলেন। তিনি লিখেছেন, আমার দেশপ্রেমের শিকড় অনেক গভীরে। দেশপ্রেমের সবচেয়ে বড় উৎস আমার বাবা। তিনি আমার অনুপ্রেরণার মানুষ ছিলেন। বাবা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তবে পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। সব প্রতিকূলতা পেরিয়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি হন। বাবার জন্য এ বিরল সাফল্য।’

468832982_18434112511074166_1175575468447669202_n

অভিনেত্রী আরও লিখেছেন, ‘তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে নেদারল্যান্ডসে মাস্টার্স করতে যান। সেখানে ভালো বেতনের চাকরির সুযোগ ছিল। স্থায়ীভাবে থেকে যাওয়ারও সুযোগ ছিল। তবু তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। মা তখন কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। মা আমাদের জন্য একটু আরামদায়ক জীবন চেয়েছিলেন। কিন্তু বাবা সবসময় একটি কথা বলতেন, ‘আমি এই দেশের অর্থে পড়াশোনা করেছি। এখন সময় এসেছে ঋণ শোধ করার। যদি শুধু ডাল-ভাত খেয়ে থাকতে হয়, তবুও আমি এই দেশেই থাকব।” যা অভিনেত্রী বাঁধনের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।’ 

আমি কারও নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি: বাঁধন

এখানেই শেষ অভিনেত্রী সামাজিক মাধ্যমে আরও লিখেছেন, ‘আমি ছোটবেলা থেকেই এই কথা শুনে এসেছি। আর এ কথাগুলোই আমাকে গড়ে তুলেছে। বাবা অনেক বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন। তার জীবনযাপন ও মূল্যবোধ দেখে আমার মনেও এর প্রভাব পড়েছে।’

468749006_18434120695074166_1711155152815886241_n

সবশেষে অভিনেত্রী লিখেছেন, “দেশপ্রেম জন্মগত নয়, এটা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে। আর সেই সময়ের মধ্য দিয়েই আমি আমার দেশকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি। এই যাত্রায় আমার পিতা ছিলেন আমার প্রধান পথপ্রদর্শক। পাশাপাশি আমি আরও অনেক দেশপ্রেমিক মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যারা নিঃস্বার্থভাবে তাদের দেশকে ভালোবাসেন।’

ইএইচ/