বিনোদন ডেস্ক
২৫ মে ২০২৫, ১২:১৬ পিএম
বলিউডের ড্রিম গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বদলে যায় তার জীবন। নব্বই দশকে অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন তিনি। রোমান্স, অ্যাকশন এবং কমেডি ধরনের পঞ্চাশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলিউড চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তামিল, তেলুগু, মারাঠি এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বলিউডের এই অভিনেত্রীকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব আখতার!
তারকাদের সম্পর্কে জানার কৌতূহল অনুরাগীদের। নিরাশ করেন না অভিনয়শিল্পীরাও। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আগা বাই আরেচা’ সিনেমায় মারাঠি সংগীত ‘ছাম ছাম কারতা’-এর শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি। কিন্তু গর্ভাবস্থার কথা ঘুনাক্ষরেও জানতেন না তিনি। সম্প্রতি কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের রান্নার অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন অভিনেত্রী।

ওই অনুষ্ঠানে কথোপকথনের এক পর্যায় ফারাহকে বলতে শোনা যায়, “সোনালির সঙ্গে অনেকগুলো গানের শুটিং করেছি। ‘আঁখোঁ মে বাসে হো তুম’, ‘ডুপ্লিকেট’ সিনেমায় শুটিং করেছি। একটি বিখ্যাত মারাঠি গান ‘ছাম ছাম কারতে হ্যায়’-এর শুটিং করেছি।” তখনই সোনালি জানান, “আমরা যখন ওই গানের শুটিং করছিলাম তখন আমি জানতাম না আমি গর্ভবতী। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আমি পুরো নাচের শুটিং শেষ করেছিলাম। সবটাই আমার অজান্তে হয়েছিল। পরে আমি জানতে পারি যে আমি অন্তঃসত্ত্বা।”
শ্বাস নিতে কষ্ট হয় ছেলের, উদ্বিগ্ন সোনালি বেন্দ্রে
২০০২ সালে চলচ্চিত্র নির্মাতা গোল্ডি বহেলকে বিয়ে করেন সোনালি। তাদের এক ছেলে । এরপর সোনালি কোরিওগ্রাফার ফারাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন, “ফারাহর সঙ্গে কাজ করতে আমার কোনো চাপ ছিল না। আমি জানতাম সে আমাকে বকাঝকা করবে। কিন্তু পরে সবটা ঠিক হয়ে যেত। আমরা খুব মজা করে কাজ করেছি।”

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী। এরপর ১৯৯৪ সালে বড়পর্দায় অভিষেক। অভিনয় জীবনে ‘ডুপ্লিকেট’, ‘মেজর সাব’, ‘জাখম’, ‘সরফরোশ’ এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
ইএইচ/