বিনোদন ডেস্ক
২২ মে ২০২৫, ০১:১৪ পিএম
একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে অনুসারীদের ঘুম কেড়ে নিয়েছেন যশ-নুসরাত। অনেকে ভেবেছিলেন ঘরে ঝড় ওঠার পূর্বাভাস এটি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন যশ দাশগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যমকে যশ জানালেন, প্রযুক্তিগত সমস্যার কারণে তার প্রোফাইল থেকে নুসরাতকে ফলো করা যাচ্ছে না। এরমধ্যে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, “কেন

নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।” অভিনেতা জানালেন, তার সোশাল মিডিয়া টিম বিষয়টি দেখছে।
এদিকে নেটপাড়া যখন ফলো-আনফলো নিয়ে সরগরম তখন নুসরাত জমিয়ে দার্জিলিং ঘুরছেন। সঙ্গে আছেন পরিবার ও ছেলে জিশান। তবে সঙ্গে নেননি যশকে।

তাই বলে যশও বসে নেই। তিনি বড় ছেলে (প্রথম পক্ষের) রায়াংশকে নিয়ে উড়ে গেছেন থাইল্যান্ড। ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, শেয়ার করছেন সামাজিক মাধ্যমে। কথা বলছেন সংবাদমাধ্যমে। সেখান থেকেই জানিয়েছেন, আলাদা ঘুরতে গেছেন তারা।