images

বিনোদন

জামিন পেলেও মুক্তি মিলছে না স্বর্ণ পাচারকারী সেই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

২১ মে ২০২৫, ০১:১৫ পিএম

দুবাই থেকে বেঙ্গালুরুতে স্বর্ণ পাচারের অভিযোগে দুই মাস আগে গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সে সময় পুলিশ বাদী হয়ে অর্থ পাচার ও স্বর্ণ পাচারের মামলায় দায়ের করে। গ্রেফতারের পর থেকে কারাগারে আটক রয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে জামিন পেয়েছেন আলোচিত অভিনেত্রী। তবে এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। জামিনের পরও থাকতে হচ্ছে কারাগারে।    

স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর বিরুদ্ধে দুইটা মামলার একটিতে জামিন পেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বেঙ্গালুরু বিশেষ আদালতে জামিনের আবেদন করেন রান্যার আইনজীবী। শুনানি শেষে আদালত শর্ত স্বাপেক্ষে অর্থ পাচার মামলায় জামিন মঞ্জুর করেন। 

33059423_1076230582516457_4412194893586235392_n

অন্যদিকে স্বর্ণ পাচার মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ওই মামলার শুনানি পেছানো হয়েছে। অর্থ পাচার মামলায় জামিন পেলেও স্বর্ণ পাচার মামলায় কারাগারে আটক রাখার আদেশ দেন বিশ্বনাথ সিং গৌভেদার আদালত। 

স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী, যা জানালেন তার বাবা

অভিনেত্রীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় অভিনেত্রী ইউটিউবে ভিডিও দেখে স্বর্ণ পাচার শিখেছেন। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে অভিনেত্রী বলেন, ‘স্বর্ণের বারগুলো দুইটি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। বার গুলো নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নেন। বাকি কয়েকটা বার জুতোর মধ্যে লুকিয়ে রাখেন।’

33385752_1076970379109144_7081349542850854912_n

অভিনেত্রী তাদন্তকারীদের জানান, গত ১ মার্চ একটি অজ্ঞাত নাম্বর থেকে ফোন পান। ফোনে তাকে দুবাই বিমানবন্দরের তিন নাম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়। সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার নির্দেশনা ছিল। এই প্রথমবার দুবাই থেকে স্বর্ণ পাচার করেছিলেন, বলেন অভিনেত্রী।   

ইউটিউব দেখে সোনা পাচার শিখেছেন সেই অভিনেত্রী

গ্রেফতারের পর অভিনেত্রীর বাড়িতে অভিযান চালায় বেঙ্গালুরু পুলিশ। অভিযানে চক্ষু চড়ক গাছ ভারতীয় পুলিশের। কোটি কোটি রুপির স্বর্ণের সন্ধান পাওয়া যায় অভিনেত্রীর বাড়িতে। 

ইএইচ/