images

বিনোদন

৭ মাস ধরে নারীকে আটকে রেখে ধর্ষণ করেন নোবেল: পুলিশ

বিনোদন ডেস্ক

২০ মে ২০২৫, ০২:৩৯ পিএম

অপহরণ ও ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গতকাল সোমবার ১৯ মে গায়কের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেন এক কলেজছাত্রী। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টায় ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

যে অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গত নভেম্বরে নোবেল ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। তিনি গত ৭ মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। এসব ঘটনা তিনি ফোনেও রেকর্ড করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়।’

nob_20250520_122609561

এখানেই শেষ না পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ভুক্তভোগী মেয়ে ৯৯৯-এ সহায়তা চান। পরে আমরা মেয়েটিকে উদ্ধার করি। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকে নোবেল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গতকাল রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়।’

জানা গেছে, মামলা দায়েরকারী মেয়েটি ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। ৭ মাস ধরে নোবেল মেয়েটিকে ধর্ষণ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। 

গায়ক নোবেল গ্রেফতার

ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান  ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিত পান এই গায়ক। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিল, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন। 

ইএইচ/