images

বিনোদন

নুসরাত ফারিয়া ইস্যুতে খায়রুল বাসারের যে পোস্ট ভাইরাল 

বিনোদন ডেস্ক

১৯ মে ২০২৫, ০২:৫০ পিএম

অভিনয়ের পাশাপাশি বেশ সমাজ সচেতন অভিনেতা খায়রুল বাশার। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে লেখেন তিনি। সেসব পোস্ট নেটিজেনদের অনেকেই শেয়ার করেন। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়াকে নিয়েও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন খায়রুল বাশার। যা এরইমধ্যে ভাইরাল। তারকাদের অনেকেই শেয়ার করছেন লেখাটি। 

নিজের ফেসবুকে ফারিয়ার গ্রেফতার ইস্যুতে দেওয়া ওই পোস্টে খায়রুল বাসার লিখেছেন, উনি অভিনেত্রী , ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই ওনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই।

488885722_1212068070279037_8386750579621472168_n

এরপর লেখেন, তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোন ক্রাইম না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে।

তিনি আরও লেখেন, বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোন সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? মিডিয়া সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন।

খায়রুল বাসারের ওই পোস্টটি ১৮ ঘণ্টায় ৬৬৭টি শেয়ার হয়েছে। তারকাদের অনেকে শেয়ার দিয়েছেন অভিনেতার ওই পোস্ট। 

499249682_10161565096368925_8973931021555000434_n

গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।