বিনোদন ডেস্ক
১৮ মে ২০২৫, ১১:২৪ এএম
টলিউড চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভাঙা হাত নিয়েই আন্দোলনে মিঠুন চক্রবর্তী, নামলেন রাস্তায়
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে বাড়ি নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পুরনিগম। গত ১০ মে অভিযান পরিচালনার সময় ১৩০টি বাড়ি অবৈধ নির্মাণের অভিযোগে নোটিশ পাঠানো হয়। এরমধ্যে মিঠুন চক্রবর্তীর বাড়িও রয়েছে।

গতকাল শনিবার (১৭ মে) বিষয়টি সামনে আসার পর সরগরম নেটদুনিয়া। অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, এই অভিযোগে তিনি একা অভিযুক্ত নন। মালাড মাধ এলাকার অনেককেই নোটিশ পাঠানো হয়েছে। আপাতত আইনিভাবে উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
কলকাতায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা!
এদিকে বৃহন্মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, যদি নির্মাণের বৈধ নথি এবং সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারেন। তাহলে অভিনেতার বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রয়োজনে অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ৩১ মে এর মধ্যেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার লক্ষ্য প্রশাসনের।
ইএইচ/