বিনোদন ডেস্ক
১৭ মে ২০২৫, ০১:৫০ পিএম
কান সৈকতে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের যত ডাকসাইটে তারকা এসে জড়ো হয়েছেন। লাল গালিচায় ছড়াচ্ছেন দ্যুতি। ঠিক তখন সেখানে মৌমাছির হানা। মুহূর্তে অপ্রস্তুত হলিউড তারকা এমা স্টোন।
গতকাল শুক্রবার নিজের নতুন সিনেমা ‘এডিংটন’-এর প্রিমিয়ারে অংশ নিতে হাজির হন অস্কারজয়ী অভিনেত্রী। এ সময় লালগালিচায় তার পিছু নেয় এক মৌমাছি। রীতিমতো বিরক্ত করে মারছিল এমাকে।

এরইমধ্যে সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সহ-অভিনেতা পেদ্রো প্যাসকাল ও অস্টিন বাটলারের মাঝখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন এমা। ঠিক তখন তার দৃষ্টি যায় মাথার ওপর উড়ে বেড়ানো এক মৌমাছির ওপর।
অগত্যা পোজ দেওয়া থেকে বিরত হন এমা। লাজুক হেসে পিছিয়ে যান তিনি। এসময় তাকে উদ্ধারে এগিয়ে আসেন সহ অভিনেতারা। প্যাসকাল হাত নেড়ে তাড়ানোর চেষ্টা করেন। অন্যদিকে বাটলার ফুঁ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন।

কানে শ্বেতশুভ্র পোশাক পরে নিজেকে মেলে ধরেছিলেন এমা। এমার সিনেমা এডিংটন’-এর গল্প নিউ মেক্সিকোর একটি ছোট শহর নিয়ে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই।