বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৫, ০৬:৪৯ পিএম
অপারেশন সিঁদুরের সমর্থনে সামাজিক মাধ্যমে সরব হয়ে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন আলিয়া ভাট। এবার দেশের পরিস্থিতির কথা ভেবে তারকাদের স্বপ্নের কান উৎসবে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল ১৩ মে শুরু হয়েছে কান উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এ বছর কানে অভিষেক হতো তার। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলান আলিয়া। যে কারণে এ বছর কানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া হলো না।
তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই আলিয়ার। বরং তার এই ত্যাগে দেশপ্রেমই প্রকাশ পেয়েছে বলে মনে করছেন তিনি। এদিকে এর আগে মেট গালায় নিজেকে মেলে ধরেছিলেন। তবে এবার দেশের সার্বিক পরিস্থিতি ভেবে কানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত রইলেন।
এর আগে ভারতীয় সেনাবাহিনী তিনি লিখেছিলেন, ‘যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময় অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তারা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ। প্রতিটি উর্দিধারীর পেছনে রয়েছেন একজন মা। যিনি জানেন তার সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটি রাত কাটাচ্ছেন।’