images

বিনোদন

কবে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর ফার্স্টলুক? 

বিনোদন ডেস্ক

১৩ মে ২০২৫, ০২:০৩ পিএম

দেশীয় ধারাবাহিক নাটকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছিল বলা যায়। এরকম পরিস্থিতিতে নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। হারিয়ে যেতে বসা সেই দর্শকদের এনে বসালেন পর্দার সামনে। দেখালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি।

তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরলেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।

kabila-2206070724_20250417_171448341

চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই যবনিকা টানছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে এবার। আগামীকাল প্রকাশ করা হবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফার্স্টলুক। সামাজিক মাধ্যমে অমি নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

নিজের ফেসবুকে আজ মঙ্গলবার তিনি লিখেছেন, আগামীকাল (বুধবার) বিকেল ৫ টায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এর ফার্স্টলুক।

123726173103366_2859202997730997_7911792101578168597_n_20250417_171625076

এর আগে অমি নিজের ফেসবুকে পোস্টার প্রকাশ করে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর ঘোষণা দিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল ছাদে শুকাতে দেওয়া হয়েছে ফুলপ্যান্ট, হাফ প্যান্ট ও টিশার্ট। ক্যাপশনে নির্মাতা লিখেছিলেন, দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।