images

বিনোদন

জমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবা নিয়ে ধোঁয়াশা

বিনোদন ডেস্ক

১২ মে ২০২৫, ০৪:১৬ পিএম

জমজ সন্তানের মা হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য। 

মা দিবসে ইনস্টাগ্রামে তিন জোড়া পায়ের একটি ছবি দিয়ে হার্ড লেখেন, “নিজের শর্তে মা হওয়া, তাও আবার বন্ধ্যাত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমি ভেবেচিন্তে ও দায়িত্বশীলভাবে মাতৃত্ব বেছে নিয়েছি। এই পরিবার গড়ার স্বপ্ন আমি বহু বছর ধরে লালন করেছি।”

@dhaka-mail-instagram

হার্ড সব মায়েদের উদ্দেশ্যে লিখেছেন, “আপনারা আজ যেখানেই থাকুন না কেন এবং যে পথেই মাতৃত্বে পৌঁছান না কেন, আমি ও আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে উদ্‌যাপন করছি।”

এঅ্যাম্বারের এক কন্যা সন্তান রয়েছে। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় তার। ৩ বছর বয়সী সে সন্তানের নাম নাম ওনাঘ পাইজ। গেল বছরের ডিসেম্বরে মা হওয়ার খবর দেন অ্যাম্বার। এরপরই সন্তানের বাবা নিয়ে কানাঘুষো শুরু হয়। বিষয়টি নিয়ে তখন মুখ খোলেননি। সন্তান জন্মের পরও এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। 

amber-photo-20220608141426_20241209_142721455

জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে একে অন্যের প্রতি অভিযোগ করতে থাকেন তারা। এর শুরুটা করেছিলেন অ্যাম্বার। তিনি বিচ্ছেদের মামলা করতে গিয়ে জনির নামে ভয়ানক সব অভিযোগ করেন আদালতের নিকট। এছাড়া জনির কাছে ক্ষতিপূরণও দাবি করেন।