images

বিনোদন

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা দরকার: কঙ্গনা 

বিনোদন ডেস্ক

১০ মে ২০২৫, ০২:২৩ পিএম

কাশ্মীরে হামলার ঘটনায় পাক-ভারত উত্তপ্ততা শেষ পর্যন্ত গড়াল যুদ্ধে। দুই দেশ পাল্টাপাল্টি জবাব দিচ্ছে। থেমে নেই পাক-ভারত তারকারাও। সামাজিক মাধ্যমে নিজেদের দেশের পক্ষে সরব তারা। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে বললেন বলিউডতারকা কঙ্গনা রণৌত। 

মাণ্ডির এ সংসদ সদস্য ও অভিনেত্রী বেশ চটেছেন। চাঁচাছোলা ভাষায় ইসলামাবাদের উদ্দেশে তোপ দেগেছেন।সামাজিক মাধ্যমে লিখেছেন, ’সন্ত্রাসের আঁতুড়ঘর। জঘন্য একটা দেশ। আরশোলা কোথাকার! বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে মুছে ফেলা দরকার।’ 

ranwat_20240326_120547900

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছবি শেয়ার করেছেন কঙ্গনা। সেখানেই এরকম মন্তব্য করেছেন অভিনেত্রী। এর আগে সামাজিক মাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এর লোগো ভাগ করে নিয়ে কঙ্গনা লিখেছিলেন, ‘ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

অন্যদিকে পাকিস্তানের ওপর ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে দেশটির অভিনেত্রী মাহিরা খান লিখেছিলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনোরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে যারা ভুক্তভোগী, তাদের সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’অন্যদিকে একশব্দে ভারতের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে হানিয়া লিখেছিলেন, ‘কাপুরুষোচিত’।