বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৫, ০৩:৪৪ পিএম
বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজত্বটা ফিতার ক্যাসেটের যুগে শুরু হয়েছিল। তারপর কেটে গেছে লম্বা সময়। গান শোনার মাধ্যম হয়েছে এখন অনলাইন। সময় বদলে গেলেও বদলাননি আসিফ। সংগীতাঙ্গনে আজও চলছে তার রাজকীয় বিচরণ।
অন্যদিকে এরইমধ্যে দেশের সংগীতাঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন আতিয়া আনিসা। ঝুলিতে ভরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কাটাচ্ছেন মাইক্রোফোনের সামনে ব্যস্ত সময়। নতুন খবর হচ্ছে, এবার আসিফ আকবর ও তার দল এবং আতিয়া আনিসা একসঙ্গে যাচ্ছেন সফরে। অনুষ্ঠানটির আয়োজক গ্যালাক্সী, মিডিয়া ইউএসএ এবং বাংলাদেশ পার্টের সহ আয়োজক রূপকথা প্রোডাকশনস।
আগামী জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্র সফর করবেন আসিফ-আনিসা। এ প্রসঙ্গে আসিফ বললেন, এটি নিঃসন্দেহে ভালো লাগার। প্রবাসীদের সঙ্গে সময় কাটাতে তাদের গান শোনাতে বরাবরই ভালো লাগে। কেননা তাদের শ্রমে ঘামে আমাদের অর্থনীতির চাকা গতিশীল থাকে। আশা করি সময়টা ভালো কাটবে।

আতিয়া আনিসা বলেন, মঞ্চে গান পরিবেশন সবসময় ভালো লাগার। আর তা যদি হয় প্রবাসীদের সামনে তাহলে তো আরও আনন্দের। সঙ্গে আছেন বাংলা সংগীতের যুবরাজ। ভাবতেই আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যায়।
আসিফ আকবর ও তার দল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও অত্যন্ত জনপ্রিয়, যারা তাদের সংগীতকে অনন্য মনোমুগ্ধকর উপায়ে প্রভাবিত করে। বাংলাদেশসহ পৃথিবীর সকল প্রান্তে অবস্থিত বাংলা ভাষাভাষীরা তাদের পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।