বিনোদন ডেস্ক
০৬ মে ২০২৫, ০৫:০৩ পিএম
বলিউডে জনপ্রিয় ও সফল অভিনেতাদের মধ্যে অন্যতম হৃত্বিক রোশন। আছে কোটি কোটি অনুরাগী। অগণিত নারীর স্বপ্নের নায়ক। তবে এই যাত্রা এতো সহজ ছিল না। শৈশবে স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারতেন না বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। সেই সমস্যায় ভুগতে হয়েছে অনেক বড় বয়স পর্যন্ত। অনেক সাক্ষাৎকারেই নিজের অসুবিধার কথা তুলে ধরেছেন নায়ক।
একজোট হচ্ছেন হৃত্বিক-শাহরুখ-সালমান
নিজের কথা স্পষ্ট করার জন্য চিকিৎসাও করাতে হয়েছিল অভিনেতাকে। ছোটবেলায় ঠিকভাবে কথা বলতে পারতেন না। তাই বন্ধুদের কাছে হাসির পাত্র হতে হয়েছে।

স্কুলে সকলের সামনে তোতলা বলে অনেকে অপমান, অপদস্থ করত হৃত্বিককে। সব কিছু সহ্য করে শুধু নিজেকেই প্রতিষ্ঠিত করা স্বপ্ন দেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিকের শৈশবের ভংয়কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেতার বোন সুনয়না রোশন।
কেন আসছে না হৃত্বিকের 'কৃশ-৪'— জানালেন রাকেশ
তিনি বলেন, ‘খুব কম বয়সেই আমার বিয়ে হয়ে যায়। তাই হৃত্বিকের সঙ্গে যে খুব কথা হত তেমনটা নয়। আসলে হৃত্বিক তো খুব চুপচাপ। তাই সব কথা যে আমার সঙ্গে ভাগ করে নিত তেমনটা নয়।’

শুধুমাত্র কথা বলার সমস্যার জন্য ছোটবেলায় অনেক খারাপ ব্যবহার সহ্য করতে হয়েছে হৃত্বিককে। অভিনেতার বোনের ভাষ্য, ‘নিজের উচ্চারণ স্পষ্ট করার জন্য হৃত্বিক অনেক পরিশ্রম করেছে। ভোর ৪টায় উঠত। উচ্চারণ সমস্যা সমাধানের জন্য ক্লাস করত।’ নিজের অধ্যবসায়ের জোরে এখন সফলতার চূড়ায় অভিনেতা। সে কথা একবাক্যে স্বীকার করে নেন সুনয়না।
ইএইচ/