বিনোদন ডেস্ক
০৬ মে ২০২৫, ০৪:৩৮ পিএম
মেট গালা ২০২৫-এর আসরে বলিউড তারকাদের একের পর এক চমক। প্রথমবার রেড কার্পেটে হেঁটেছেন বলিউড বাদশা। স্টাইলিশ পোশাকে পা রাখতে সব আলো কেঁড়ে নেন অভিনেতা। এছাড়াও অন্ত্বঃসন্তা অবস্থায় মেট গেলায় দ্রুতি ছড়িয়েছে কিয়ারা আদভানি।
এদিকে ‘দেশি গার্ল’ খ্যাত বলিউড তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাদা কালো পোশাকে ঝড় তুলেছেন অনুরাগীদের মনে। স্বামী নিক জোনাসের হাত ধরে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মেট গালার রেড কার্পেটে পা রাখেন তারকা জুটি।
প্রিয়াঙ্কা চোপড়ার এই নেকলেসের দাম শুনলে চোখ কপালে উঠবে!
এ সময় অভিনেত্রী পরেছিলেন সাদার ওপর কালো পোলকা ডটের স্টাইলিশ কো-অর্ড সেট এবং মাথায় বড় কালো টুপি। সঙ্গে মানানসই গয়নায় সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নিকও সাদা কালো যুগলবন্দিতেই এ দিন মাতিয়েছিলেন মেট গালা মঞ্চ।
প্রিয়াঙ্কার স্বামী নিক বরাবরই অভিনেত্রীর প্রতি অত্যন্ত যত্নশীল। অভিনেত্রীর হাত ধরে তাদের ক্যামেরায় পোজ় দেওয়া নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজা-রানির মতো রেড কার্পেটে হেঁটে এসে একে অন্যকে জড়িয়ে ধরতে দেখা গেছে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে আগলে গাড়িতে উঠতেও সাহায্য করেন নিক। যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন।
ইএইচ/