images

বিনোদন

মেট গালার আজব ৫ নিয়ম, না মানলে শাস্তি 

বিনোদন ডেস্ক

০৫ মে ২০২৫, ০৬:৩৭ পিএম

কয়েক ঘণ্টা পর মেট গালায় দ্যুতি ছড়াবেন তারকারা। তালিকায় আছেন শাহরুখ খান, দিলজিৎ, প্রিয়াঙ্কা, কিয়ারারা। প্রিয় তারকাদের সেখানে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। সেই অবসরে চলুন জেনে নেওয়া যাক মেট গালার এমন ৫ অজানা আজব নিয়ম যেগুলো না মানলে শাস্তির মুখোমুখি হতে হয় তারকাদের।

মেট গালায় সেলফি তোলা নিষেধ। মোবাইল ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। গালায় অংশ নেওয়া হাই প্রোফাইলধারী তারকারাও সুবোধের মতো মেনে চলেন এসব নিয়ম কানুন। এ কারণেই তাদের সেসব ছবি সোশ্যাল মিডিয়া পই পই করে খুঁজেও পাওয়া যায় না।

met_gala_secrets_05_1682949021073_1682949928490

রসুন পেয়াজও বহন করা যায় না। এমনকি পার্সলে পাতা দেওয়া রয়েছে এমন খাবার নিষিদ্ধ। রুশেটার মতো খাবারও পরিবেশিত হয় না।

ধূমপানে একাবারেই সায় নেই মেট গালায়। কেননা এতে নামীদামী ডিজাইনারদের পোশাক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অনাকাঙ্ক্ষিত বিপদ দূরে রাখতেই এমন আইন। 

86b90cd181ee3187c849e9c9becc285c79-met-gala-carpet.1x.rsquare.w1400

পোশাকের ক্ষেত্রেও রয়েছে বিধি নিষেধ। মেট গালায় অংশ নেওয়া তারকারা ইচ্ছামতো পোশাক পরতে পারেন না। কে কোন পোশাক পরবেন তা পাঠিয়ে অপেক্ষা করতে হয় ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ আন্না উইন্টরের। সেখান থেকে সবুজ সংকেত পেলেই মেলে ওই পোশাক পরে মেট গালা যাওয়া যায়।

মেট গালায় আমন্ত্রিতরা কোথাও কে বসবেন, তা নিজেরা স্থির করতে পারেন না। আগে থেকে আসন নির্বাচন করাই থাকে। ভোগ ম্যাগাজিনের স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর ওয়ার্ড ডুরেটের সাজানো আসন বিন্যাসেই বসতে হয় সকলকে। দম্পতিরাও কখনও এই অনুষ্ঠানে পাশাপাশি বসার সুযোগ পান না। কারণ, অন্যদের সঙ্গে যাতে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, সে কথা মাথায় রেখে আসন বিন্যাস করা হয়।

gettyimages-2151786572_custom-404e5b8c67bc22abb9aac94417beaa003cda99a3

প্রতি বছর নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে বসে এই ফ্যাশন ইভেন্ট। এবারও একই স্থানে বসছে। এবারও বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা আলয় ছড়াবেন গালায়।