images

বিনোদন

বলিউড ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর: নওয়াজউদ্দিন সিদ্দিকি

বিনোদন ডেস্ক

০৫ মে ২০২৫, ১২:২৯ পিএম

ক্যারিয়ারের শুরু থেকে কেবলই কঠিন লড়াই। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ ছবি। দক্ষ অভিনয়ের জন্য প্রশংসিত হলেও মনের মতো কাজ পাননি। তবুও অভিনয় করে গেছেন। এবার বলিউডকে ‘চোর’ বলে কটাক্ষ করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। 

আর পার্শ্বচরিত্রে অভিনয় করবেন না নওয়াজউদ্দিন সিদ্দিকি

এই মুহূর্তে ওয়েব সিনেমা ‘কোস্টাও’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা। এ ছবির প্রচারে গিয়ে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলিউড সিনেমা নকল করে নির্মিত হচ্ছে বলে অভিযোগ তোলেন। বলিউডে সৃজনশীলতার অভাব রয়েছে। এমনকি বলিউড ইন্ডাস্ট্রিকে চোর বলে কটাক্ষ করতে শোনা যায়।   

newaaj

তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকে চোর। আমরা গান চুরি করেছি, গল্প চুরি করেছি। চোর কীভাবে সৃজনশীল হতে পারে? আমরা কখনও দক্ষিণী সিনেমা থেকে, কখনও এখান-সেখান থেকে চুরি করে চলেছি। এমনকি হিট ছবির দৃশ্যও চুরি হয়ে যাচ্ছে। চুরি করাকে এখন স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। ভাবটা এমন যে চুরি করছি তো কী ক্ষতি হয়েছে?’

গাঁজা সেবন করতেন নওয়াজউদ্দিন, দিলেন স্বীকারোক্তি

‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেতা যোগ করেন, ‘বলিউড ইন্ডাস্ট্রি থেকে আপনি আর কী আশা করতে পারেন? এখান থেকে কী ধরনের অভিনেতা উঠে আসবেন? যারা আসবেন, তারাও সেই একই ধরনের কাজ করবেন। সেই কারণে অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা ও পরিচালকরা ভাল কাজ করা ছেড়ে দিচ্ছেন।’

newaaj_1

এদিকে জ়ি ফাইভে ‘কোস্টাও’ ওয়েব সিনেমা মুক্তি পর ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিতে কোস্টাও ফার্নান্ডেজ়ের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজ়। পরিচালক সেজল শাহের এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়া বাপট, হুসেইন দলাল, মাহিকা শর্মাও প্রমুখ। 

ইএইচ/