বিনোদন ডেস্ক
০৩ মে ২০২৫, ০৪:৪৩ পিএম
ভারতের একটি রিয়েলিটি শো নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কারণ ওই শোয়ে যৌনতা নিয়ে করা হয়েছে খোলামেলা আলোচনা। শোটি সঞ্চালনা করেন অভিনেতা এজাজ খান।
সম্প্রতি শোয়ের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই টনক নড়ে নেটিজেনদের। এরপর থেকেই ওঠে ছি ছি রব।
ছড়িয়ে পড়া ওই দৃশ্যে দেখা গেছে অশ্লীল সব ভঙ্গি। পাশাপাশি যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য। যা নেটাগরিকদের রীতিমতো চটিয়েছে। শুরুতে এজাজের বিরুদ্ধে সরব হন বজরং দলের সদস্য গৌতম রাবরিয়াই। তিনি ভারতের আম্বোলি থানায় অভিযোগ করেন ‘হাউস অ্যারেস্ট’-এর সঞ্চালক এজাজের বিরুদ্ধে।

এরপর থানা থেকে জানানো হয়, “বজরং দলের কর্মী গৌতম রাবরিয়া কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে, অভিনেতা আজাজ খান, ‘হাউস অ্যারেস্ট’ ওয়েব শোয়ের প্রযোজক রাজকুমার পান্ডে এবং উল্লু অ্যাপের অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।”
দেশটির সংসদ সদস্য সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও ক্ষুব্ধ এজাজের এহেন কর্মকাণ্ডে। নিজের এক্স হ্যান্ডেলে এসব অশ্লীল কন্টেন্ট নির্মাণকারী শো ও অ্যাপ বন্ধের দাবি জানান। তার মতে মোট ১৮টি ওটিটি প্ল্যাটফর্মে যৌন উদ্দীপক কনটেন্ট দেখানো হচ্ছে।

এদিকে ‘হাউস অ্যারেস্ট’ -এর সঞ্চালক এজাজকে নিয়ে বিতর্ক এবারই প্রথম না। এর আগে মাদককাণ্ডে গ্রেফতার হতে দুই বছর কারাগারে থাকতে হয়েছিল। জামিন পেয়ে ফের মেতে ওঠেন বিতর্কিত কর্মকাণ্ডে। যার প্রমাণ ‘হাউস অ্যারেস্ট’ ।