images

বিনোদন

‘‘এমন এক সমস্যা ‘ইনসাফ’-এ তুলে ধরেছি যা একান্তই বাংলাদেশের’’ 

রাফিউজ্জামান রাফি

০৩ মে ২০২৫, ০২:৪৮ পিএম

নাটক, ওটিটি মাধ্যমে হাত পাকিয়ে চলচ্চিত্র নির্মাণে নাম লেখান সঞ্জয় সমদ্দার। এ যাত্রায় শুরুতেই পান টলিউড সুপারস্টার জিৎকে। নির্মাণ করেন ‘মানুষ’ নামের একটি সিনেমা। এবার সেরেছেন দ্বিতীয় সিনেমা ‘ইনসাফে’র কাজ। কোরবানি ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছবিটির ফার্স্টলুক মনযোগ কেড়েছে দর্শকের। ‘ইনসাফ’ নিয়েই ঢাকা মেইলের সঙ্গে কথোপকথন জমেছিল সঞ্জয় সমদ্দারের। 

‘ইনসাফে’র ফার্স্ট লুক সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এটা কি প্রত্যাশিত ছিল?

ফিল্ম মেকিংয়ের সৌন্দর্য হচ্ছে এর অনিশ্চয়তা! আমরা প্রত্যাশা করতে পারি কিন্তু দর্শক কীভাবে নেবেন তা কেউ-ই জানি না। ওই জায়গা থেকে আমরা ভাগ্যবান। কারণ দর্শক আমাদের ফার্স্ট লুক পছন্দ করেছে.. খুব ভালো রেসপন্স পাচ্ছি। 

492486631_9585681321487704_8521626018350596298_n

দর্শকের আগ্রহের এই ধারাবাহিকতা টিজার-ট্রেলার-গান কতটা ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে?

টিজার-ট্রেলার-গানে আশা করছি আরও বেশি মুগ্ধ করতে পারব । এই সিনেমায় অনেক নেভার সিন বিফোর থিংস ট্রাই করেছি …বিশেষ করে শিল্পীদের উপস্থাপনায়। ওই জায়গা থেকে আমি আশাবাদী রেসপন্সের ধারাবাহিকতা থাকবে। 

‘ইনসাফে’র জন্য শরিফুল রাজকেই কেন উপযুক্ত মনে হয়েছে?

আমার যে বয়সের, যে এ্যাগ্রেশনের ক্যারেক্টার দরকার শরিফুল রাজ ঠিক তাই। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। এমন একটা স্টান্ট তিনি করেছেন আশা করছি দর্শক চমকে যাবেন। 

তাসনিয়া ফারিণ অভিনেত্রী হিসেবে প্রশংসিত হলেও বাণিজ্যিক সিনেমায় পরীক্ষিত নন। ওই জায়গা থেকে তাকে নির্বাচন করা কি চ্যালেঞ্জের মনে হয়নি? 

নির্মাতা হিসেবে চ্যালেন্জ নেওয়াটা আমি উপভোগ করি। তাছাড়া তাসনিয়া ফারিণ নিজেকে যেভাবে ক্যারি করেছেন তাতে আমি বলব দর্শক এক নতুন ফারিণকে পাবেন। 

126506338_3475788252477072_1421853917277205576_n

‘ইনসাফ’ সিনেমাটি এখন কোন পর্যায়ে আছে?

আমরা এরইমধ্যে ‘ইনসাফে’র শুটিংয়ের কাজ শেষ করেছি! বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। 

আজকাল অনেকেই মনে করছেন ঢাকাই সিনেমা দক্ষিণী ঘরানাকে অনুসরণ করছে। ‘ইনসাফে’র পোস্টার দেখেও এরকম ধারণা অনেকের… 

ছবিটি দেখলে আশা করছি বাংলাদেশের ছবি মনে হবে। কেননা এমন একটি সমস্যা ‘ইনসাফে’ তুলে ধরেছি যা একান্তই বাংলাদেশের। 

491358648_9540232869365883_4576739965887197661_n

প্রথম নির্মাণের অভিজ্ঞতা ‘ইনসাফে’র ক্ষেত্রে কতটা কাজে লাগল এবং ‘ইনসাফ’ নির্মাণে নতুন কি অভিজ্ঞতা হলো?

‘মানুষ’ নির্মাণের অভিজ্ঞতা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। অবশ্যই এখন আমি আরও বেশি পরিণত। আমি চলচ্চিত্র নির্মাণকে একটি জার্নি হিসেবে দেখি। প্রতিনিয়ত সে যাত্রায় সমৃদ্ধ হই।  

আরআর