বিনোদন ডেস্ক
০৩ মে ২০২৫, ০১:১০ পিএম
কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। তবে কাশ্মীর হামলা নিয়ে মঞ্চে কথা বলে আইনি বিপাকে সোনু নিগম।
বেঙ্গালুরুতে ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ২৫ এপ্রিল একটি গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনু। সেখানে এক দর্শকের আচরণকে কাশ্মীরের হামলার সঙ্গে তুলনা করে কন্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েন গায়ক।

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সোনু। তার অভিযোগ, কন্নড়ভাষী এক যুবক অত্যন্ত অভদ্রভাবে তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানাতে থাকেন। গায়ক প্রথমে হাসিমুখেই ব্যাপারটি সামলানোর চেষ্টা করেন। কিন্তু যুবকটি নাকি কিছুতেই শুনছিলেন না। উপরন্তু কন্নড় ভাষায় গাওয়ার অনুরোধ জানিয়েই যাচ্ছিলেন। এতেই একটা সময়ের পর বিরক্ত হয়ে যান সোনু।
বলে ওঠেন, “পহেলগাঁও-তেও একই ভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল। কাকে এভাবে বলছেন একবার তো খেয়াল করুন!”
তবে সোনু নিগমের বক্তব্য ভালোভাবে নিতে পারেনি কন্নড় সম্প্রদায়। এরইমধ্যে ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামের একটি কন্নড়পন্থী সংগঠন সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা ইউনিট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

তাদের অভিযোগ কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে আঘাত করেছে সোনুর বক্তব্য। রাজ্যে হিংসাও ছড়াতে পারে বলে ধারণা সংগঠনটির। তবে থানায় অভিযোগের বিষয়ে মুখ খোলেননি সোনু নিগম।