images

বিনোদন

আমেরিকায় বিয়ে করেছেন জায়েদ, যা বললেন অভিনেতা 

বিনোদন ডেস্ক

০২ মে ২০২৫, ০৪:০২ পিএম

ঢালিউড চলচ্চিত্রে আলোচিত অভিনেতা জায়েদ খান অভিনয় দিয়ে আলো ছড়াতে না পারলেও ব্যক্তিগত জীবনে নিয়মিত সংবাদের শিরোনাম হন। দর্শকদের সামনে ডিগবাজি দিয়ে কিংবা জামা খুলে উল্লাস করে আলোচনায় থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে মার্কিন মুলুকে বসে বিয়ে সেরেছেন। সেখানে সংসার পাতছেন অভিনেতা। তবে বিয়ের বিষয় গুজব বলে উড়িয়ে দিয়েছেন জায়েদ খান।

zayed_khan_4

এক বছর আগে দেশ ছেড়েছেন। মার্কিন মুলুকে বেশ সুখে আছেন। বাংলা নববর্ষে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। অভিনেতাকে নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়েছে। আমি এখানে (নিউ ইয়র্ক) রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।’

বিয়ে প্রসঙ্গে জায়েদ বলেন, ‘বিয়ে করিনি, এটা কখন করবো চূড়ান্ত করিনি। যেহেতু নিউ ইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।’ 

487969902_9730323737032664_4049572386151678601_n

জায়েদ খান বিয়ে না করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি হানিমুন করছেন। বিয়ে করে নাকি লুকিয়ে সংসার করছেন। শোনা যায়, জায়েদ খানের স্ত্রী একজন মার্কিন প্রবাসী। তিনিও নাকি আবার মিডিয়া জগতের কেউ! এমনও অনুমান অনেকের। তবে বিষয়টি নিয়ে ভক্তদের আলোচনা তুঙ্গে থাকলেও কেউ স্পষ্ট প্রমাণ দিতে পারেনি। 

বলে রাখা ভালো, এর আগে কক্সবাজারে একটা বিজ্ঞাপন শুটিংয়ের সময় বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। তখন নেটদুনিয়ায় দাবি ওঠে স্ত্রীকে নিয়ে হানিমুনে কক্সবাজারে গিয়েছেন। পরে অবশ্যই তার সত্যতা পাওয়া যায়নি। অভিনেতাকে সর্বশেষ ‘সোনার চর’ ছবিতে দেখা যায়। 

ইএইচ/