বিনোদন ডেস্ক
০১ মে ২০২৫, ০১:১০ পিএম
ভিনদেশি সিনেমার পোস্টার টুকে দেওয়া ঢালিউডে নতুন কিছু না। মাঝে মাঝেই এরকম অভিযোগ ওঠে। তবে এবারের গল্প ভিন্ন। বাংলাদেশের সিনেমার পোস্টার থেকে দক্ষিণী সিনেমার পোস্টার হুবহু অনুকরণ! তা-ও আবার ন্যাচারাল সুপারস্টার নানির সিনেমার পোস্টার। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিট থ্রি’ সিনেমার পোস্টার ঢালিউড মেগাস্টার শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ‘বরবাদে’র পোস্টারের সঙ্গে হুবহু মিল পাওয়া যাচ্ছে।
‘বরবাদ’ সিনেমার দুটি পোস্টারের সঙ্গে ‘হিট’ সিনেমার দুটি পোস্টারের সামঞ্জস্য দেখা গেছে। এতে অনেকে মনে করছেন শাকিবের ‘বরবাদে’র পোস্টারের অনুকরণে নানির সিনেমার পোস্টার তৈরি করা হয়েছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারগুলো নিয়ে চলছে তুমুল চর্চা।
বিষয়টি দেখে শাকিবিয়ানরা আপ্লুত হলেও কেউ কেউ মন্তব্য করছেন একটু ভিন্নভাবে। তারা মনে করছেন ‘হিট’ সিনেমাটি যদি ‘বরবাদে’র আগে মুক্তি পেত তাহলে পোস্টারের সাদৃশ্যের কারণে কিং খানের ছবির গায়ে নকলের তকমা সেঁটে দিতেন নিন্দুকেরা।

মন্তব্যের ঘরে সেই সংশয় প্রকাশ করে একজন লিখেছেন, ‘‘ভাগ্যিস ‘বরবাদ’ আগে রিলিজ হয়েছে নইলে নকলের ট্যাগ লেগে যেত।’ শাকিবের সিনেমাকে যারা ব্যঙ্গ করেন তাদের খুঁচিয়ে কেউ কেউ লিখেছেন, ‘সুশীলরা কোথায়।’ কেউ কেউ অবশ্য ইতিবাচকভাবে দেখছেন। একজন লিখেছেন, ‘উন্মুক্ত বিনোদনের দুনিয়ায় এগুলো হবেই, একজন আরেকজন থেকে ইন্সপায়ার্ড হবে, স্বাভাবিক।’
আজ শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ‘হিট থ্রি’। নির্মাণ করেছেন শৈলেশ কোলানু। এ ছবির মাধ্যমে রাত ১টার শো চালু করতে যাচ্ছেন সুপারস্টার নানি। শাকিবের অন্যদিকে ‘বরবাদ’ মুক্তি পেয়েছে মাসখানেক। মেহেদী হাসান হৃদয় নির্মিত এ সিনেমটি দেশ-বিদেশে থিয়েটারে তাণ্ডব চালাচ্ছে।
বলে রাখা ভালো, এবারই প্রথম নয়, এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধেও উঠেছিল শাকিবকে অনুকরণের অভিযোগ। ‘সিকান্দার’ ছবির ‘জোহরা জাবিন’ গানের ভিডিওতে সালমানের লুক ও নাচের সঙ্গে শাকিব খানের ‘প্রিয়তমা’র ‘কোরবানি কোরবানি’ গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা।