বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা ’আলী’।
কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে ’আলী’ লড়বে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য।
আলী চলচ্চিত্র পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। লাইন প্রোডাকশন কোম্পানি হিসেবে রয়েছে রানআউট ফিল্মস।
প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি আমাদের আগ্রহ তেমন ছিল না, তবে এ ধরনের কাজের মাধ্যমে তরুণরা বড় অভিজ্ঞতা অর্জন করে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার ঘটনা একদমই অনুপ্রেরণামূলক। এর মাধ্যমে আমরা বিশ্বমানের কাজের কথা বলতে চাই।’

নির্মাতা আদনান আল রাজীব জানিয়েছেন, সিনেমাটি নিয়ে তারা খুব বেশি কিছু প্রকাশ করতে পারেননি, কারণ এতে বিশেষ কিছু শর্ত রয়েছে। তবে, তিনি জানিয়েছেন, চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে ২০২৪ সালের নভেম্বরে সিলেটে এবং গল্পের মধ্যে দিয়ে একটি অনিবার্য সত্য আবিষ্কারের চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘সুন্দর, সহজ ও সরলভাবে কাজটি করার চেষ্টা করেছি আমরা।’
আলী ছাড়াও স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা পাওয়া অন্য সিনেমাগুলো হলো গ্যাব্রিয়েল আরবান্টেসের ‘আরগুমেন্টস ইন ফেভার অব লাভ’, তৌফিক বারহেমের ‘আই অ্যাম গ্লাড ইউ আর ডেড নাউ’, আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরোর ‘আগাপিতো’, সান্দ্রা ডেসমাজিয়েরসের ‘ফিলে ডে ল্যু’, মার্টিন ফ্রয়েসার্ডের ‘হাইপারসেনসেটিভ’, গ্রেগরি গ্রেসলিনের ‘দাম্মেন’, বালিন্ট কেনিয়ারেসের ‘দ্য স্পেকটেকল’, ঝাওগুয়াং লুও এবং শুহান লিয়াওয়ের ‘লিলি’, ইনেস নুনেসের ‘দ্য লোনলিনেস অব লেজার্ডস’ এবং ডায়ান ওয়েইসের ‘ভালচারস’।