images

বিনোদন

পাকিস্তানি অভিনেতার সিনেমা নিষিদ্ধ

বিনোদন ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা থাকলেও নিয়মিতই দুই দেশের মধ্যে সিনেমা আদান প্রদান হয়। পাকিস্তানের সিনেমা ভারতে মুক্তি মানেই ব্যাপক ব্যবসা সফল। এবার পাকিস্তানি জনপ্রিয় অভিনীতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবি মুক্তি নিষিদ্ধ করল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

abir_gulaal_11

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি সিনেমা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়ে ২৬ জন পর্যটকে হত্যা করে একদল সন্ত্রাসী। এরপর থেকে ক্ষোভে ফুঁসছেন ভারতের সাধারণ মানুষ, বাদ জাননি শোবিজ তারকারা। অপরাধীদের ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন বলিউড তারকারা।  

প্রিয়াঙ্কাকে কটাক্ষ পাকিস্তানি অভিনেতার

ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এরপরই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রতীক্ষিত পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ অভিনীত ছবি ‘আবির গুলাল’ ভারতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

680a207e70c5e-abir-gulaal-242856905-16x9-ezgif.com-avif-to-jpg-converter

কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানি অভিনেতার ছবি ভারতে মুক্তি না দেওয়ার দাবিতে সরব নেটিজেনরা। তবে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ছবি মুক্তি নিষিদ্ধ করার হয়েছে। আগামীতে পাকিস্তানি কোনো সিনেমা ভারতে মুক্তি দেওয়া হবে কি না তা খোলসা করেননি দেশটির সরকার।  

বহুবিবাহে উৎসাহের অভিযোগ, ক্ষমা চাইলেন পাকিস্তানি অভিনেতা

এদিকে ‘এ রিচ লেন্স এন্টারটেইনমেন্টে’র ইউটিউব চ্যানেল থেকে ‘আবির গুলাল’ ছবির রোমান্টিক গান ‘ইশক’-এ সরিয়ে নিয়েছেন সিনেমার প্রযোজন সংস্থা। আগামী মে মাসের ৯ তারিখে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। 

ইএইচ