বিনোদন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
সংসারে খুশির ফোয়ারা ছুটছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার। খুব শীঘ্রই মা-বাবা হতে চলেছেন তারকা জুটি। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে সে ইঙ্গিত দিয়েছিলেন কিয়ারা নিজেই। অন্তঃসত্ত্বা হওয়ার পর ‘ডন-৩’ ছবিতে অভিনয় থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।
মা হওয়ার আগেই যে সুখবর পেলেন কিয়ারা আদভানি
সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অভিনেতা। অসুস্থ অবস্থায় গাড়ির ভেতর মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। তবে সেসবের তোয়াক্কা না করে পাপারাজ্জিরা ছেঁকে ধরেন অভিনেত্রীকে। এমন পরিস্থিতি দেখে রেগে লাল অভিনেতা সিদ্ধার্থ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়ছেন অভিনেতা। ধমকের সুরে চিৎকার করে বলছেন, "যান, পিছনে সরে যান। আপনাদের ব্যবহার ঠিক করুন।" এরপর তিনি বলেন, ‘চুপ!দূরে সরে দাঁড়ান। পেছনে সরুন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম।’
যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিয়ারা!
অভিনেতার ভিডিও ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়ায়। ওই ভিডিওর মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘একদম ঠিক করেছেন। এদের (পাপারাজ্জিরা) জন্য কোথাও গিয়ে শান্তি পায় না অভিনেতারা। অন্য একজন লিখেছেন,’যখন সিনেমার প্রমোশন দরকার হয়। তখন দাওয়াত করে ডেকে নিয়ে আসেন। এখন বিরক্ত হচ্ছেন?’
ইএইচ/