বিনোদন প্রতিবেদক
১৪ জুন ২০২২, ১২:০১ পিএম
জায়েদ খান গেল চার মাস ধরে সুখের সংসার ভাঙার চেষ্টা করছেন করছেন বলে অভিযোগ করেছেন ওমর সানি। এ নিয়ে জায়েদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সানি। তবে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় মৌসুমী অপ্রত্যাশিতভাবে জায়েদের পক্ষ নিয়ে ওমর সানিকে মিথ্যাবাদী বলেন।
মৌসুমীর সেই অডিও বার্তার পর সত্যের জয় হয়েছে বলে দাবি করেন জায়েদ খান। তিনি বলেন, ‘অভিযোগ থেকে অব্যাহতি পেলাম। কিন্তু কেন ওমর সানী ভাই সিনিয়র মানুষ হিসেবে আমাকে অসম্মানিত করলেন, কেন গণমাধ্যমে মিথ্যা অভিযোগ দিলেন, সেটাই বুঝছি না। সামনে আমাদের শিল্পী সমিতির রায়, সেটা ঘিরে হতে পারে। সিনিয়র শিল্পী হিসেবে ওমর সানী ভাইকে কিছু বলতে চাই না। বিষয়টি তার পারিবারিকভাবেই সমাধান করা উচিত ছিল। তিনি এত জনপ্রিয় একজন আর্টিস্ট হয়ে নিজেকেই ছোট করলেন। এসবের দরকার ছিল না। এতে শিল্পীদের প্রতি মানুষের সম্মানবোধ নষ্ট হয়ে গেল।’
এ ছাড়া ওমর সানি-মৌসুমীর সংসার ভাঙার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন জায়েদ। তিনি বলেন, ‘আমি এটাই বলব, মৌসুমী আপুকে সম্মান করি, তিনি অডিও বার্তায় সব ক্লিয়ারও করে দিলেন। তার সম্মান সবার বজায় থাকা উচিত।’
গেল শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সানি-জায়েদের চড় ও পিস্তল-কাণ্ড ঘটে। শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর রোববার সন্ধ্যায় শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানি।
আরএসও