images

বিনোদন

মৃত্যুর মাধ্যমে সিআইডি থেকে সরছেন এসিপি প্রদ্যুমান!

বিনোদন ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম

টানা ২০ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর ২০১৮ সালে হঠাৎই বন্ধ হয় সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। এরপর দীর্ঘ ছয় বছর পর গত বছরের ২৭ অক্টোবর দ্বিতীয় সিরিজ নিয়ে সনি এন্টারটেইনমেন্ট টিভিতে প্রচার শুরু করে ‘সিআইডি’। দ্বিতীয় সিরিজ প্রচারের মধ্যেই জানা গেলো মারা গেছেন এসিপি প্রদ্যুমান খ্যাত অভিনেতা শিবাজী সত্যম!

ACp

এসিপি প্রদ্যুমানের অভিনয় প্রতিটি মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেতার মৃত্যুর খবরে সরগরম নেটদুনিয়া।  গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি এক পোস্টে উল্লেখ করেছে, এসিপি প্রদ্যুমান আর জীবিত নেই! ওই পোস্টে একটি ছবি শেয়ার করে লিখেছে - ‘একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমানের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমানের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।’ 

বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারস্থ কার্তিক আরিয়ান, মন দিচ্ছেন ধর্মে! 

তবে ঘাবড়ানোর কিছু নেই, সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। কারণ শিবাজী আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না। shivaji-satam_8934a493-31dd-11e5-a8da-005056b4648e-ezgif.com-avif-to-jpg-converter

শিবাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ। সনি টিভির সেই পোস্টে এক ভক্ত লিখেছেন, এটা শুধু এসিপি প্রদ্যুমানের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যু। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন।’  

ইএইচ/