images

বিনোদন

‘বরবাদ’ সর্বশ্রেষ্ঠ সিনেমা, বলছেন দর্শক 

বিনোদন ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম

images

সিনেমা হলে রমরমিয়ে চলছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’ । প্রবল আগ্রহ নিয়ে যেমন প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন দর্শক। বের হচ্ছেন তৃপ্তির হাসি হেসে। প্রশংসায় ভাসাচ্ছেন ছবিকে।

দর্শকের প্রতিক্রিয়ার এরকম অসংখ্য ভিডিও ভাসছে সামাজিক মাধ্যমে। যেগুলোতে শো শেষে সংবাদকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দর্শকদের। কারও মতে ‘বরবাদ’ ঢালিউডের সর্বশ্রেষ্ঠ সিনেমা।

488253062_1488775812286021_7238609586001446831_n

এক দর্শক বলেন, ‘পয়সা উসুল সিনেমা।’ অন্য একজনের কথায়, ‘‘তুফানে’র চেয়েও ভালো হয়েছে ছবিটি।’’ অনেকে জানালেন, শেষে অংশ খুব আবেগঘন। যা দেখে অশ্রু সংবরণ করতে পারেননি। অন্য এক দর্শক বললেন, ‘‘এরকম ছবি এর আগে তৈরি হয়নি। ‘বরবাদ’ সর্বশ্রেষ্ঠ সিনেমা।’’

এদিকে দিন চাহিদা বেড়েই চলে বরবাদের। ফলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শক টানছে। পাশাপাশি চাহিদার তুঙ্গে থাকায় মাল্টিপ্লেক্সে ক্রমশ বাড়ছে শো। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে দিনে ৪৫টি শো চলছে ছবিটির। যমুনা ব্লকবাস্টারে ৯টি। 

barbad

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।