images

বিনোদন

বরবাদের টিকিট পেলেন না গায়ক ইমরান

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম

images

ঈদে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। তবে দর্শকদের পছন্দের তালিকায় আছে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’। ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে দুই সিনেমা। দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ।

সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। এবার টিকিট না পাওয়ার তালিকায় যুক্ত হয়েছেন গায়ক ইমরান। আজ বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে জানিয়েছে তিনি।

480743763_1204601584359071_3765880622854582567_n

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।’

তিনি যোগ করেন, ‘তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে ।’

king-khan_20250324_180943413

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

বলে রাখা ভালো, ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

ইএইচ/