images

বিনোদন

শেখ সাদী আমার বিশ্বাস: পরীমণি

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম

images

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও রহস্যময় ছবি পোস্ট করে নেটদুনিয়া সরগরম করেছেন অভিনেত্রী।

আদালতে পরীমণির জামিনদার কে এই তরুণ? 

হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলেও ঈদুল ফিতর উপলক্ষে ক্যানোলা পরা হাতেই মেহেদী রংয়ে একটা ছবি পোস্ট করেছেন। সে হাতে ক্যানোলা থাকলেও নেটিজেনদের নজরে পড়েছে অভিনেত্রীর হাতে লেখা ইংরেজি অক্ষর ‘এস’। সেই ছবি ঘিরেই রহস্য! নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। 

481909696_629712249653480_6588439806503712785_n

অভিনেত্রী পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’
সম্প্রতি পরীর সঙ্গে গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন চলছে। অনেকে ধরে নিয়েছেন সাদীর প্রেমের নিদর্শন হিসেবেই ‘এস’অক্ষরটিকে হাতে ঠাই দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরীমণি।

সকালে আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি

 এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে ফকির মকিররা যত ব্র্যান্ডিং পেল জীবনে পরীর জন্যে! কিছু সংবাদের হেডলাইনে এই (প্রকাশের অযোগ্য) এমন করে আমার ঘাড়ে উঠিয়ে দেয় যেন দেশে আর কোনো গুরুত্বপূর্ণ খবর নাই!’ 

Untitled_design_(1)

এরপর লিখেছেন, ‘‘ঈদের সিনেমাগুলো রমরমা চলতেছে ওইগুলো নিয়ে লেখেন। আমার হাতে ‘s’ আমি ছোটকাল থেকেই লিখি।’’ 

সবাই যখন পরীমণির প্রেমের সমীকরণ মেলাতে ব্যস্ত ঠিক তখনই তরুণ গায়কের সঙ্গে অভিনেত্রী প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরে এস অদ্যক্ষরের কাছের মানুষদের নাম উল্লেখ করেছেন পরী। সেখানে রেখেছেন শেখ সাদীকেও। লিখেছেন, এস ফর শেখ সাদী আমার বিশ্বাস!

মেহেদীতে লিখেছেন ‘এস’, মুখ খুললেন পরীমণি 

প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে। এমনকি একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন। আর তাতেই অনুসারীদের মনে প্রশ্ন জীবনের নতুন বসন্তে অভিনেত্রী। 

ইএইচ/ আরআর