বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পিএম
মেহেদী রাঙানো হাতের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সরগরম করেছেন পরীমণি। সে হাতে ক্যানুলা থাকলেও নজরে পড়েনি নেটিজেনদের। তবে ঠিকই নজরে পড়েছে হাতে লেখা ইংরেজি অক্ষর ‘এস’। অভিনেত্রীর কী হয়েছে তা নিয়ে যত না কৌতূহল ছিল তার চেয়ে অনুসারীরা কৌতূহল দেখিয়েছে হাতে লেখা অক্ষরটি নিয়ে।
সম্প্রতি পরীর সঙ্গে গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন চলছে। অনেকে ধরে নিয়েছেন সাদীর প্রেমের নিদর্শন হিসেবেই এস অক্ষরটিকে হাতে ঠাই দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরীমণি।
নিজের ফেসবুকে লিখেছেন, ‘জীবনে ফকির মকিররা যত ব্র্যান্ডিং পেল জীবনে পরীর জন্যে! কিছু সংবাদের হেডলাইনে এই (প্রকাশের অযোগ্য) এমন করে আমার ঘাড়ে উঠিয়ে দেয় যেন দেশে আর কোনো গুরুত্বপূর্ণ খবর নাই!’
এরপর লিখেছেন, ‘‘ঈদের সিনেমাগুলো রমরমা চলতেছে ওইগুলো নিয়ে লেখেন। আমার হাতে ‘s’ আমি ছোটকাল থেকেই লিখি।’’
এদিকে পরীমণির নাম স্মৃতি। যার অদ্যক্ষর এস। পরীর পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই বিষয়টি উল্লেখ করেছেন। তবে সেসবের কোনো জবাব দেননি নায়িকা।