images

বিনোদন

শো বাড়ল ‘বরবাদ’, ‘দাগি’র 

বিনোদন প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

images

ঈদে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। উৎসবকে ঘিরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেখতে হলে ভিড় করেন দর্শকরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে মুক্তি প্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে আছে শাকিব খানের ‘বরবাদ’। এরপরই আফরান নিশোর ‘দাগি’র । এরকমটাই জানালেন রাজধানীর যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান।

প্রথম দিন কেমন চলল ঈদের ছবিগুলো জানতে চাইলে তিনি বলেন, প্রথম দিন বেশ সাড়া পেয়েছি। দর্শকের সবচেয়ে আগ্রহ বরবাদ ও দাগি নিয়ে। বাকিগুলো উল্লেখ করার মতো না। 

481702634_1187948722698501_1900736191535429017_n

চাহিদার কারণে শো বেড়েছে শাকিব-নিশোর সিনেমার। জানিয়ে তিনি বলেন, ‘‘ঈদের দিন বিকেল থেকে ছবিগুলো চালাচ্ছি আমরা। ‘বরবাদ’ ও ‘দাগি’র হাউজফুল গেছে। সেকারণে আজ বুধবার ছবি দুটির শো বাড়িয়েছি। ‘বরবাদ’-এর শো ৩টা থেকে ছয়টা করেছি এবং ‘দাগি’র ২ থেকে ৪টা।’’

ঈদকে ঘিরে মুক্তির পেয়েছে ৬ সিনেমা। ছবিগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন ৩’। ‘জ্বীন ৩’বাদে ব্লকবাস্টারে সবগুলো ছবি-ই প্রদর্শিত হচ্ছে বলে জানালেন মাহবুবুর রহমান। 

487721105_10236677219772868_7090162407881283952_n

তবে এতে দায় নেই ব্লকবাস্টারের। কেননা ছবিটির প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে প্রযুক্তিগত কারণে সব হলে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।