images

বিনোদন

ঈদে ভক্তদের দেখা দিলেন সালমান-আমির, আড়ালে শাহরুখ

বিনোদন ডেস্ক

০১ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম

images

গতকাল সোমবার বাংলাদেশের মতো ভারতেও ছিল পবিত্র ঈদুল ফিতর। শ্রেণী বয়স নির্বিশেষে দেশটির মুসলিম সম্প্রদায় মেতে উঠেছিলেন উৎসবে। ঢেউ লেগেছিল বলিউডেও। চলুন জেনে নেওয়া যাক বি-টাউনের তিন মহারথী শাহরুখ, সালমান ও আমির খান কীভাবে কাটালেন ঈদ

প্রতি বছর এ তিন তারকার বাড়ির সামনে জড়ো হন ভক্তরা। তারাও নিরাশ করেন না। অনুরাগীদের সঙ্গে ঈদের মুহূর্ত ভাগ করে নিতে বাড়ির বারান্দায় এসে দাঁড়ান তারা। তবে নিরাপত্তাজনিত কারণে গেল বছর আড়ালে ছিলেন সালমান। গ্যালাক্সির বারান্দায় দেখা যায়নি তাকে। তবে এবার ভক্তদের টানে ছুটে এলেন।

হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। তার সঙ্গে ছিল সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।

আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তার সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তার বাড়িতে। প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা।

তবে খালি হাতে ফিরতে হয়েছে শাহরুখ ভক্তদের। কেননা এবার আর মান্নাতের ছাদে দেখা যায়নি তাকে। কেননা কিছুদিন আগে বাড়িটি ছেড়ে সপরিবারে পলি হিলসের বাড়িতে উঠেছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলে যাননি কিং খান।