বিনোদন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ০১:৩০ পিএম
ঈদের আমেজ ছড়িয়ে গেছে সবখানে। উদযাপনে ব্যস্ত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা। এদিকে ঈদের সঙ্গে মিশে থাকে সালামির ঘ্রাণ। ছোটদের কাছে তা বিশেষ আবেদন বহন করে। অভিনেতা আফরান নিশো ঈদের সালামি দিয়ে কিনেছিলেন মোবাইল ফোন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সালামি নিয়ে ছোটবেলার কথা মনে পড়ে। সেই অনুভূতি দারুণ। আমি আমার দাদাকে দেখিনি। দাদি-নানা-নানিকে পেয়েছি। ছোটবেলায় ঈদ আসলেই সালামির একটা প্রবণতা কাজ করতো। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে একটা মোবাইল ফোন কিনেছিলাম। আর এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে।’
এখন ঈদের দিন কীভাবে কাটে- জানতে চাইলে নিশো বলেন, “ঈদের দিন অবশ্যই খুশির। আমার কাছে মনে হয় এটা আমার জন্য ঘুমের একটি দিন। কারণ, আমি ঘুমাতে পছন্দ করি। রাস্তা ফাঁকা তাই আপন মনে গাড়ি চালাই। এই ধরণের আমার কিছু নিজস্বতা আছে। সেগুলো নিয়েই আমার ঈদের দিন কাটে। এছাড়া এবার ঈদটা কিছু ভিন্ন হবে। কারণ আমার সিনেমা ‘দাগি’ আসছে। যারা আমার জন্য পুরো বছর অপেক্ষা করে ছিলেন তাদের সিনেমাটি দেখে তাঁদের জীবনবোধ সৃষ্টি হয় তাহলেই আমার ঈদ সার্থক।”
এবার ঈদে মুক্তি পেয়েছে নিশোর সিনেমা ‘দাগি’। এতে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।