images

বিনোদন

নতুন সম্পর্কে মজেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক

৩১ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

images

ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন সেখানে। কালেভাদ্রে ভারত আসেন। সম্প্রতি ফের নিজের দেশে ফিরেছেন পিগি চপস। সেইসঙ্গে মজেছেন নতুন সম্পর্কে।

যারা ভাবছেন নিকের এখন কী হবে তাদের এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এ সম্পর্ক বন্ধুত্বের। তা-ও এক ময়ূরের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রাজস্থানেএক রাজকীয় সফরে আছেন অভিনেত্রী। সেখানেই ময়ূরের সঙ্গে দেখা হয়েছে। যাকে বন্ধু বলে সম্বোধন করেছেন দেশী গার্ল। গতকাল নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এ সম্পর্কিত একটি ভিডিও। 

ওই ভিডিওতে দেখা গেছে, মনোরম দৃশ্যপটে দেখা যায় একটি ময়ূর লেজ ঝুলিয়ে বসে রয়েছে বাগানের প্রাচীরে। আবার একটি ময়ূরকে দেখা যায় ঘুরে বেড়াতে। প্রাক্তন বিশ্বসুন্দরীকে দেখে বুঝি খুশি ময়ূরেরাও।

রাজস্থানের জয়পুরে উঠেছেন প্রিয়াঙ্কা। সেখানকার মহল, খাওয়াদাওয়া থেকে স্থানীয় শিল্পীর নিবেদন— সবই তুলে ধরেছেন অভিনেত্রী। আর সব থেকে বেশি মন কেড়েছে বাগানে ঘুরে বেড়ানো ময়ূর। রসকালে ঘুম চোখ খুলে তাকেই অভিনেত্রী তাকে বন্ধু বলে সম্বোধন করেছেন।