বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম
বলিউড ভাইজান এবং সঞ্জয় দত্তকে সর্বশেষ এক সিনেমায় দেখা গিয়েছিল ‘চল মেরে ভাই’ছবিতে। এর মাঝে কেটে গেছে ১৮ বছর। এবার সিনেমা প্রেমিদের বহুদিনের আশা পূরন হতে যাচ্ছে। বড় পর্দায় দেখা যাবে এই হিট, আইকনিক জুটিকে।
সালমান খানের সিনেমার প্রচারণা অনুষ্ঠান বাতিল!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সালমানের ‘সিকান্দার’ সিনেমার প্রচার অনুষ্ঠানে অভিনেতা বলেন, ‘খুব তাড়াতাড়ি আমি এবং সঞ্জয় একসঙ্গে সিনেমা করব। তবে এই সিনেমা নিয়ে যা কথা বলার তা আগামী দিনে বলা হবে। এখনই সিনেমার গল্প বা অন্যান্য বিবরণ নিয়ে কথা বলা যাবে না। তবে সিনেমাটি যে অ্যাকশন প্যাকড মুভি হতে চলেছে, তা নিশ্চিত করেছেন ভাইজান।’
তিনি যোগ করেন, ‘সিকান্দর’ সিনেমার পর পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করতে শুরু করবেন তিনি। তবে শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার কাজ আপাতত স্থগিত রয়েছে। সিনেমাটি এখনই মুক্তি পাচ্ছে না।’
এবার হলিউডে সালমান খান, ফাঁস হলো লুক
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সালমানের কথায় স্পষ্ট ধারণা পাওয়া যায়। সুরজ পরিচালিত সিনেমার কাজ শেষ করে সঞ্জয়ের সঙ্গে কাজ শুরু করবেন।
বলে রাখা ভালো, আগামী ৩০ মার্চ ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিকান্দর’। সিনেমা পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। অভিনেতার বিপরীতে পর্দা মাতাতে দেখা যাবে রাশমিকা মান্দানা এবং কাজল আগরওয়ালকে।
ইএইচ/