বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১১:১০ এএম
হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্ত সূত্রে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার। অভিনেতার বোন সহ তার শুভাকাঙ্খীদের দাবি হত্যা করা হয়েছিল এ তারকাকে। এবার সিবিআইয়ের তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য। জানা গেলো হত্যা নয় বরং আত্নহত্যা করেন অভিনেতা।
সুশান্তকে হত্যা করা হয়েছে, কার নাম সামনে আনলেন সালমানের প্রাক্তন?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ২২ মার্চ মুম্বাইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই। সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারী সংস্থাটি।
ওই প্রতিবেদন আরও জানা গেছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আদলতে আসেননি অভিনেতার বোন।
পাঁচ বছর পর সুশান্তের রহস্যমৃত্যুতে নয়া মোড়!
এর আগে অভিনেতা সোমি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে। তাতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসকর সুধীর গুপ্ত। তিনি নাকি সব জানেন।’
বলে রাখা ভালো, ২০২০ সালে ১৪ জুন বান্দ্রারার ফ্ল্যাট থেকে মৃত উদ্ধার করা হয়েছিল অভিনেতাকে। তার মৃত্যু পর প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। তবে পরিবারে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুনরায় তদন্ত শুরু করে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিবেদনেও ওঠে এসেছে আত্মহত্যা করেছিলেন অভিনেতা।
ইএইচ/