images

বিনোদন

‘দাগি’তে মাশা ও তাহসান

বিনোদন ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

images

ঈদের খুশিকে বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহ মুক্তির অপেক্ষায় আছে একগুচ্ছ সিনেমা। পর্দা কাঁপাতে প্রস্তুত শাকিবের, নিশো ও সিয়ামরা। সিনেমার গল্প অ্যাকশনে ভরপুর তবে রোমান্টিক গান ছাড়া কি ছবি জমে? 

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশোর ‘দাগি’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এ ছবির একটি রোমান্টিক গানে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। 

774e712e62b1f8702c679acc242ebd41-668e15b3cc4de

গানটি প্রসঙ্গে গণমাধ্যকে মাশা বলেন, ‘অনেকটা হুট করেই গানটিতে আমার কণ্ঠ দেওয়া হয়। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান ভাইয়া। রোমান্টিক, বেশ সুন্দর একটা গান। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে গানটির সুর। আমার কাছে মনে হয়েছে, গানটা কমপ্লিমেন্ট করেছে তাহসান ভাইয়া আর আমার কণ্ঠটা।’

সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান

রোমান্টিক এ গানের কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিনেমাটির আবহ সংগীতও করছেন তিনি। 

475747332_1153084816188787_5932245929225138456_n

এর আগে তাহসানের সঙ্গে ‘মায়াশালিক’ ওয়েব ফিল্মে ‘বলা হয় না’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মাশা। 

‘দাগি’ সিনেমাতে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা জেফার রহমান। ওই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।  

তাহসানের বিয়ের পর কেঁদে ক্ষমা চেয়েছেন মিথিলা? 

অ্যাকশন ও রোমান্সে ভরপুর সিনেমা ‘দাগি’ দিয়ে আসন্ন ঈদে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন নিশো। নিশো ছাড়াও আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।