বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম
আচরণে রাখঢাক নেই বলিউড তারকা মালাইকা অরোরার। রাগ ক্ষোভ প্রকাশ করতে স্থান-কাল-পাত্র ভেদ করেন না। সম্প্রতি সেরকমই ঘটল। ১৬ বছরের এক কিশোর অশালীন ইঙ্গিত করতেই মালাইকা চাইলেন তার মায়ের ফোন নাম্বার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোরের কটু আচরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি একটি ডান্স রিয়েলিটি শোয়ের। মালাইকা ওই শোয়ের বিচারক।
সেখানে দেখা গেছে, কিশোর বয়সী এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশে অসভ্য ইঙ্গিত করে। তাতেই ফুঁসে ওঠেন অভিনেত্রী। অনুষ্ঠানের যে ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে মালাইকাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে!’’ সে সময় মালাইকাকে ওই কিশোরের মায়ের ফোন নাম্বার চাইতে শোনা যায়।
এদিকে সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ ওই কিশোরকে এক হাত নিচ্ছেন। আবার কারও মন্তব্য, কাটতি বাড়াতেই ভিডিওটি করা হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি মালাইকা।