বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০১:৩০ পিএম
মাঝে মাঝে তারকাদের প্রতারণার শিকার হওয়ার কথা শোনা যায়। এবারে তালিকায় ভারতীয় অভিনেত্রী আদ্রিজা রায়। প্রতারকের খপ্পরে পড়ে ছয় লাখ রুপি খুইয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন আদ্রিজা। সেখানে শুরুতে পারিশ্রমিকের কিছু অংশ দেওয়া হয় অভিনেত্রীকে। কথা ছিল বাকিটা পরে পরিশোধ করা হবে। কিন্তু সেই কথা রাখেনি ওই বিজ্ঞাপনী সংস্থা।
অদ্রিজা জানান, শুটিং হয়েছিল গত অগস্টে। শুটিংয়ের পর ৫০ হাজার টাকা পেয়েছিলেন। তারপর আর কিছুই পাননি। ওই বিজ্ঞাপনে আদ্রিজার সঙ্গে ছিলেন অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মা-সহ ২৫ জন জনপ্রিয় অভিনেতা। তাদের সঙ্গেও ঘটেছে একই ঘটনা। অভিযুক্ত ব্যক্তি টাকা দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা ঘটেনি।
তবে এজন্য নিজের কাঁধে দোষ চাপাচ্ছেন আদ্রিজা। তার কথায়, “দুটি ঘটনার জেরে অনেক টাকার লোকসান হয়েছে। আমারও দোষ আছে। পাওনা টাকা আদায়ের কথা ভুলে যাই। যখন মনে পড়ে তখন অনেক দেরি হয়ে গেছে।”
তবে অর্থ খোয়ালেও ফিরে পেতে কোনো আইনী পদক্ষেপের দিকে যেতে আগ্রহ দেখাচ্ছেন না আদ্রিজা। তার কথায়, “প্রথমত, মুম্বাইয়ে টানা শুটিংয়ে ব্যস্ত। এত দৌড়ঝাঁপ করার সময় নেই। তা ছাড়া, আমার অর্থের মোহ কম। অর্থের পিছনে দৌড়ই না। আমার বিশ্বাস, সৎ থাকলে আমার উপার্জন বন্ধ হবে না।”