বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম
বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের খ্যাতি বিশ্বজোড়া। বিভিন্ন দেশের মানুষ মজেছে তার গানে। এ তালিকায় আছেন ওসামা বিন লাদেনও। যার সন্ত্রাসে একসময় দুনিয়া কাঁপত সেও বিগলিত অলকার গানে! এমন গুঞ্জনে সরগরম বলিউড।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাংবাদিক জানান, অ্যাবোটাবাদের সেফ হাউজ়ের বাড়ি থেকে ২০১১ সালে লাদেনের ব্যক্তিগত কম্পিউটার আটক হয়। সেখানেই অলকার একাধিক গান পাওয়া যায়।
এক সাক্ষাৎকারে ওই সাংবাদিক এমন তথ্য দিতেই মুখ খুলেছেন অলকা। তার সাফ জবাব, “লাদেন যদি আমার গানের ভক্ত হন তাতে দোষ কোথায়?” এও জানিয়েছেন, তার মধ্যে নিশ্চয়ই ‘শিল্পী মন’ ছিল। সেই জায়গা থেকেই হয়তো উনি গান শুনতে পছন্দ করতেন।
এখানেই থামেননি অলকা। ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড পলিটিক্সের বিরুদ্ধে। তার অভিযোগ, বি-টাউনের রাজনীতি গায়িকার অনেক গান কেড়ে নিয়েছে।
তিনি বলেন, “সব কাজেই রাজনীতির ছায়া থাকে। বলিউডের রাজনীতি আমার থেকে অনেক গান কেড়ে নিয়েছে। আমার সমসাময়িক এক শিল্পী সে সময়ে যথেষ্ট নোংরা রাজনীতি করেছিলেন আমার সঙ্গে।”
গায়িকা জানান একাধিকবার অবিচার করা হয়েছে তার সঙ্গে। অনেক গান তাকে দিয়ে রিহার্সাল করিয়েও গাওয়ানো হয়নি। সেসব কণ্ঠে তুলে দেওয়া হয়েছে অন্য কণ্ঠশিল্পীফদের।