images

বিনোদন

কেমোথেরাপির পর শরীরে যেসব পরিবর্তন এসেছে হিনার 

বিনোদন ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

images

বলিউড তারকা হিনা খানের ফের কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা সবার জানা। তৃতীয় স্তরে আছেন তিনি। এরইমধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন। চলছে কেমো থেরাপি। এর ফলে নানারকম শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেমোর কারণে হিনার শরীরে পরিবর্তন এসেছে। এরমধ্যে চুল উঠে যাওয়া অন্যতম। আরও অনেক রকম পরিবর্তন এসেছে। এরমধ্যে অন্যতম নখ শুষ্ক, বিবর্ণ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। 

hina-khan-movie

এদিকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি কাজ করছেন হিনা। ফলে শারীরিক পরিবর্তনের কারণে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। হিনার জবাব, ‘‘অনেকেই আমার নখের কথা জিজ্ঞাসা করছেন, আমার আবাসনের কিছু প্রতিবেশীও রয়েছেন এই তালিকায়। আমি কেন নেলপলিশ ব্যবহার করি না? আমি কীভাবে নেলপলিশ পরে নামাজ পড়ব? এমন নানা প্রশ্ন। একটু মাথা ব্যবহার করুন।’’

তিনি যোগ করেন, ‘কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হলো নখের বিবর্ণতা...। আমার নখ ভঙ্গুর, শুষ্ক হয়ে গেছে এবং মাঝে মাঝে আপনা থেকেই উঠে আসে...। কিন্তু ভালো দিকটা কী জানো, এসব সাময়িক। আর মনে রাখবেন আমি সুস্থ হয়ে উঠছি...। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

89d9f439dede29d32a1ccdb649b902af-6739c6b885216

এদিকে ক্যানসার আক্রান্ত শরীর নিয়ে ওমরাহ করতে মক্কা গেছেন হিনা। সামাজিক মাধ্যমে সে খবর নিজেই জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি প্রকাশ করেছেন। সেইসঙ্গে চেয়েছেন দোয়া।