images

বিনোদন

শরীরের বিশেষ অংশে ছিল নাগার শেষ স্মৃতি, সেটিও মুছলেন সামান্থা

বিনোদন ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম

images

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদ নিয়ে একসময় বেশ আলোচনা হয়েছিল। অভিনেতা-অভিনেত্রীদের বিচ্ছেদের পরেও বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে দেখা যায়। তবে সামান্থা হাটলেন উল্টো পথে। বিচ্ছেদের পর নাগার শেষ স্মৃতিটাও মুছে ফেললেন অভিনেত্রী।

খাবার ছাড়া থাকা সম্ভব, শারীরিক চাহিদা ছাড়া না: সামান্থা

সম্প্রতি একটি ফটোশুটে দেখা যায় অভিনেত্রীর শরীরে থাকা নাগার নামের ট্যাটুটি আর নেই। প্রাক্তন স্বামীর নামের ট্যাটু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে মুছে ফেলেছেন।

নাগা-চৈতন্য-ও-অভিনেত্রী-সামান্থা-রুথ-2

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ দিকে  দ্বিতীয় বিয়ে করেছেন নাগা। প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর সামনে আসার পর অভিনেত্রী নিজের শরীর থেকে ট্যাটু মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলন অনুরাগীদের। অভিনেত্রীর বিয়ের সময় ডান দিকের পাঁজরের নীচে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর ডাক নাম ‘চৈ’ লেখা ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা।

নাগার বাগদান হতেই নতুন প্রেমে মজেছেন সামান্থা! 

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “তিনি এখন পুরোপুরি নিজের ক্যারিয়ার ও মানসিক শান্তির ওপর ফোকাস করছেন। অতীতকে পেছনে ফেলে তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান।”

Naga_Chaitanya_1732243642000_1732452267377

এর আগে বিয়ের পোশাক কেটে রং করে কালো পোশাকে পরিণত করেন অভিনেত্রী। এমনকি বাগদানের সময় নাগার দেওয়া আংটি ভেঙে একটি লকেট বানিয়েছেন। এবার ট্যাটু মুছে ফেলায় অনুরাগীদের মধ্যে কানাঘুষো শুরু হয় নাগার শেষ স্মৃতি মুছে ফেললেন অভিনেত্রী! 

ইএইচ/