images

বিনোদন

মারা গেছেন অভিনেত্রী রানি মূখার্জির কাছের মানুষ

বিনোদন ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

images

রঙের উৎসব দোলের দিন সবাই যখন ব্যস্ত আনন্দের মুহূর্ত গুলো রাঙাতে। তখন বলিউডের মূখার্জি পরিবারে শোকের ছায়া। মারা গেছেন অভিনেত্রী কাজল-রানি মূখার্জির কাকা দেব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

জানা গেছে, গত একমাস ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ শুক্রবার( ১৪ মার্চ) সকাল ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। বিকাল ৪টায় মুম্বইয়ের পবনহংস শশ্মানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।  

Screenshot_2025-03-14_125750_1741937320772_1741937335317

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানি-কাজল, অজয় দেবগন, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রাসহ বলিউডের অনেক তারকা। 

বলে রাখা ভালো, দেব মুখোপাধ্যায় প্রখ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। একসময় জনপ্রিয় অভিনেতা ছিলেন দেব। অভিনয় করেছেন ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’র মতো ছবিতে। 

deb

ব্যক্তিগত জীবনে দেব মুখোপাধ্যায় দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর একটি কন্যা সন্তান ছিল। যার নাম সুনীতা। দ্বিতীয় বিয়ের পর তার এক পুত্র সন্তান হয়। তিনিই হলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।