বিনোদন প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ০৬:৫১ পিএম
পিকলবল খেলতে গিয়ে গুরতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ মার্চ পিকলবল খেলার মাঝে অসতর্কার কারণে আঘাত প্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থান অভিনেত্রীকে হাসপাতালে নেওয়া হলে ক্ষতস্থানে মোট ১৩টি সেলাই পড়েছে। সোশ্যাল মিডিয়াতে নিজেই সেই খবর জানিয়েছেন ।
সোশাল মিডিয়ার শেয়ার করা ছবিতে দেখা গেছে, ভ্রুয়ের কাছে গভীর ক্ষতর হয়েছে। কপালে ব্যান্ডেজ অবস্থায় হাসিমুখের ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি আপাতত সুস্থ রয়েছেন। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।
সালমানের সঙ্গে শুটিং শেষেই সন্তানসম্ভবা অভিনেত্রী
‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয়ের পর দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। আজও যে ছবি বলিউডের প্রথম প্রেমের প্রতীক। তবে শোবিজের আলোক ঝলমলে জীবন ছেড়ে পরিবারকে সময় দিতে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। বলিউডের পর্দা থেকে দূরে থাকলেও লাইমলাইট থেকে দূরে নয় সালমান খানের হিট নায়িকা।
আহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর অনুরাগীরা আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ দিচ্ছেন,‘ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।’