বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম
গত সপ্তাহে দুবাই থেকে বেঙ্গালুরুতে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী রান্যা রাও। এরপর তার বাড়িতে অভিযান চালায় বেঙ্গালুরু পুলিশ। অভিযানে চক্ষু চড়ক গাছ ভারতীয় পুলিশের। কোটি কোটি রুপির সোনার সন্ধান পাওয়া গেছে অভিনেত্রীর ঘরে।
গ্রেফতারের পর থেকে অভিনেত্রীকে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) হেফাজতে রাখা হয়েছে। সেখানে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন তাকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি ইউটিউবে ভিডিও দেখে স্বর্ণ পাচার শিখেছেন।
অভিনেত্রী জানিয়েছেন, সোনার বারগুলি দুইটি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। বার গুলো নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নেন। বাকি কয়েকটা বার জুতোর মধ্যে লুকিয়ে রাখেন।
অভিনেত্রী তাদন্তকারীদের জানিয়েছেন, গত ১ মার্চ একটি অজ্ঞাত নাম্বর থেকে ফোন পান। ফোনে তাকে দুবাই বিমানবন্দরের তিন নাম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়। সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার নির্দেশনা ছিল। এই প্রথমবার দুবাই থেকে সোনা পাচার করেছিলেন, বলেন অভিনেত্রী।
কে ফোন করে সোনা পাচারের নির্দেশ দিয়েছিল? তা জানেন না বলেই পুলিশকে জানিয়েছেন রান্যা। তার দাবি, আমি পুরোপুরি নিশ্চিত না কে আমাকে ফোন করেছিলেন। যিনি বিমানবন্দরে সোনা দিয়ে গিয়েছিলেন তার উচ্চতা ছয় ফুটের কাছাকাছি। অতীতে তাকে কোনো দিন দেখেননি বলেই দাবি অভিনেত্রীর।
২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
ইএইচ/